ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

উত্থান ও পতনের নেতৃত্বে একই শ্রেণির শেয়ার

২০২৫ মে ০৬ ২১:৪৯:১৭
উত্থান ও পতনের নেতৃত্বে একই শ্রেণির শেয়ার

ডুয়া নিউজ : আজ মঙ্গলমবার (০৬ মে) সপ্তাহের তৃতীয় কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৬টি এবং কমেছে ২৫৩টি কোম্পানির শেয়ারের দর। এদিন ডিএসইর সূচক কমেছে ১২ দশমিক ৯৪ পয়েন্ট। এমন পরিস্থিতিতে ডিএসইর উত্থান ও পতনের নেতৃত্ব দিয়েছে একই শ্রেণীর চার কোম্পানি। কোম্পানি ৪টি হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং এবং খুলনা পাওয়ার। এই ৪টি কোম্পানিই ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। স্টক নাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টির মধ্যে- গ্লোবাল ইসলামী ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ছিল দর বৃদ্ধির শীর্ষে এবং খুলনা প্রিন্টিং ও খুলনা পাওয়ার ছিল দর কমার শীর্ষে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সবচেয়ে বেশি দর বেড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। যে কারণে ব্যাংকটি দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়।

এদিকে, ডিএসইতে আজ সবচেয়ে দর কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়। এর ফলে কোম্পানিটি দর কমার শীর্ষে অবস্থান করছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে খুলনা পাওয়ার কোম্পানির। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৭.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ টাকায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে