ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসও ‘জেড’ ক্যাটাগরিতে!

২০২৫ মে ০৬ ০৮:৪৮:১৭
বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসও ‘জেড’ ক্যাটাগরিতে!

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় 'জেড' ক্যাটাগরিতে নেমে গেছে। এ ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং বহুজাতিক কোম্পানি সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোম্পানিটি যথাসময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করলেও শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ করতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ এপ্রিল) থেকে আরএকে সিরামিকসকে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিএসইর তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, যেসব কোম্পানি নির্ধারিত সময়সীমার মধ্যে লভ্যাংশ বিতরণে ব্যর্থ হয়, সেগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এই ক্যাটাগরির কোম্পানিগুলো সাধারণত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় এবং সেগুলোর শেয়ারের দরপ্রবাহে অস্থিরতা দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, একটি বহুজাতিক কোম্পানির এ ধরনের পরিস্থিতিতে পড়া বাজারে আস্থার জন্য নেতিবাচক বার্তা বহন করে। এমন ঘটনা বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিতে বাংলাদেশের শেয়ারবাজারের ইমেজ ক্ষুণ্ন করতে পারে এবং দেশীয় বিনিয়োগকারীদের মাঝেও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

এ বিষয়ে ডিএসইর একজন কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানিটি কেন সময়মতো ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হস্তক্ষেপ চাওয়া হতে পারে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, কোম্পানিটির আর্থিক ভিত্তি দুর্বল নয়, এবং শিগগিরই তারা ডিভিডেন্ড বিতরণ করতে সক্ষম হতে পারে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বিষয়টি মূলত ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যত্যয় থেকে ঘটেছে, যা দ্রুত সমাধানযোগ্য। কোম্পানিটি ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে যথাসময়ে বিতরণ করতে পারবে না, এমন হতে পারে না। কারণ কোম্পানিটি আর্থিকভাবে এমন প্রকৃতির দুর্বল নয়। এটি সিরামিক খাতে অন্যতম শক্তিশালী ও ভালো ইমেজের কোম্পানি। তবে এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে বিষয়ে নিয়ন্ত্রকদের কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে