ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৬.৭৯%

২০২৫ মে ০৫ ১৮:২৭:৫৫
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৬.৭৯%

ডুয়া ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করে ভর্তি কমিটি। পরীক্ষার্থীরা লগইন করে তাদের ফলাফল জানতে পারবে।

এ বছর ‘বি’ ইউনিটে মোট আবেদন করে ৭২ হাজার ৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৬২৮ জন, যা মোট আবেদনকারীর ৯৩.৮৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৩৪ জন (৬ দশমিক ১৫ শতাংশ)। ওএমআর শিট বাতিল হয়েছে ১১টি।

এ ইউনিটে অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৬৪১ জন শিক্ষার্থী। পাশের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ। বাকি ৩৫ হাজার ৯৭০ জন অকৃতকার্য হয়েছে, যা শতকরা ৫৩.১৯ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০, আর সর্বনিম্ন নম্বর ছিল মাইনাস ১১।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২ মে (শুক্রবার)। পরবর্তী ধাপে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে, ২০২৫।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে