ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হারিয়ে যাওয়া ২১ ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

২০২৫ মে ০৫ ১৬:২৫:৫১
হারিয়ে যাওয়া ২১ ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

ডুয়া ডেস্ক: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেন্ডারিয়া থানা।

আজ সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

থানা পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, “বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে গেন্ডারিয়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসের বিভিন্ন সময়ে ২১টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।”

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার এএসআই (নি.) মুন্সী আবু জাফর সক্রিয় ভূমিকা পালন করেন বলে জানান তিনি।

মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, “গত ৩০ এপ্রিল গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদার ও গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাহেদ খানের উপস্থিতিতে উদ্ধার করা ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও বিভিন্ন সময়ে গেন্ডারিয়া থানা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।”

দ্রুত সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে