ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল আরব আমিরাত

২০২৫ মে ০২ ১৪:১৬:৩৭
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করল আরব আমিরাত

ডুয়া ডেস্ক: চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই প্রস্তুতি সিরিজের সূচি শুক্রবার (২ মে) প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের এই সিরিজ। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায়।

এরপর ২১ মে পাকিস্তানে পা রাখবে টাইগাররা। সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। প্রথম দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ মে, ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। বাকি তিনটি ম্যাচ গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—৩০ মে, ১ জুন ও ৩ জুন।

এই সফরকে সামনে রেখে বাংলাদেশ দল নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে