ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

২০২৫ মে ০২ ১৫:০৯:৫৮
মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

ডুয়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এখনও পাঁচ ম্যাচ বাকি থাকলেও আগেভাগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এ সফরে দলের সঙ্গে থাকবেন লিওনেল মেসিও, জানিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।

ফিফা উইন্ডোকে কেন্দ্র করে আগামী অক্টোবর মাসে চীন সফরে যাবে আর্জেন্টিনা। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় সফর করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা।

জানা গেছে, ১১ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজন করা হবে বিশেষ এই প্রীতি ম্যাচটি। এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, “অ্যাঙ্গোলা ফুটবল প্রধান ফার্নান্দো আলভেসকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের আলোচনায় ফুটবল উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে।”

অ্যাঙ্গোলা ম্যাচের পর আর্জেন্টিনা যাবে কাতারে, যেখানে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

বাছাইপর্বে আর্জেন্টিনার বাকি চারটি ম্যাচ জুন ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ—চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। সেগুলোর পর বিশ্বকাপের আগপর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ নেই স্কালোনির দলের।

ফলে দীর্ঘ সময় ম্যাচ অনভ্যাসে না ভোগার লক্ষ্যেই আগেভাগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করে প্রস্তুত থাকতে চাইছে এএফএ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে