ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ববিতে উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ, ক্যাম্পাস উত্তাল

২০২৫ মে ০৪ ২৩:৪২:৫৯
ববিতে উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ, ক্যাম্পাস উত্তাল

ডুয়া নিউজ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান আন্দোলন এখন একদফা দাবিতে কেন্দ্রীভূত—উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগ। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়া হবে। এই ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রবিবার (০৪ মে) প্রশাসনিক ভবন-০১-এর নিচতলায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এই অবস্থান স্পষ্ট করেন। সম্মেলন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ বলেন, “১৮ দিন ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি ও অবস্থান একেবারে পরিষ্কার। কিন্তু উপাচার্য একবারের জন্যও আলোচনায় বসেননি। এটি দায়িত্বহীনতা নয়, গণতন্ত্র উপেক্ষার স্পষ্ট উদাহরণ।”

তিনি আরও বলেন, “আমরা সংযম দেখিয়েছি। এখন বলছি, শিক্ষা উপদেষ্টা ও ইউজিসি দ্রুত ব্যবস্থা না নিলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।”

এদিকে, উপাচার্য ড. শূচিতা শরমিন নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ আছে। তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা মুচলেকা দিলে তাদের বিরুদ্ধে থাকা মামলা ও জিডি প্রত্যাহার করা হবে।

তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনের আরেক সমন্বয়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “তিন সপ্তাহ ধরে আন্দোলন চললেও উপাচার্য একবারও আলোচনায় বসার চেষ্টা করেননি। এখন আলোচনার কোনো প্রশ্নই আসে না। আমরা চাই, তিনি পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করুন।”

শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, “শিক্ষার্থীরা যৌক্তিক দাবি জানালেও উপাচার্য তা আমলে নেননি। আমরা স্পষ্টভাবে বলছি—উনি থাকলে আমরা থাকব না, উনি চলে গেলে আমরা ক্লাসে ফিরব।”

এই উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের মধ্যে এখন চরম অচলাবস্থা বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে