ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফের সুখবর পেলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

২০২৫ মে ০২ ১৫:৫২:৩৮
ফের সুখবর পেলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ডুয়া ডেস্ক: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের জন্য এসেছে দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। এবার থেকে এ পদটি ‘গেজেটেড’ হিসেবে স্বীকৃতি পেল।

বুধবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের শিক্ষা বিভাগের স্মারক নং ৮৩২-ইডিএন অনুযায়ী ‘সহকারী শিক্ষক/শিক্ষিকা’ পদকে গেজেটেড পদমর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই গেজেটেড মর্যাদা পাওয়ার ফলে সহকারী শিক্ষকরা পাবেন বর্ধিত বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা পাবেন দুইটি অগ্রিম বর্ধিত বেতন। আদেশটি কার্যকর ধরা হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছেও এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড মর্যাদার দাবি জানিয়ে আসছিলেন। পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা পেতে যেসব জটিলতা ছিল, এই আদেশ তা দূর করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে