ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের এক সিদ্ধান্তেই বিশাল ক্ষতির মুখে ভারতীয় বিমানসংস্থা

২০২৫ মে ০২ ১০:২০:১২
পাকিস্তানের এক সিদ্ধান্তেই বিশাল ক্ষতির মুখে ভারতীয় বিমানসংস্থা

ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের চরম উত্তেজনায় পৌঁছেছে। পাল্টাপাল্টি অভিযোগ, হুমকি এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে দুই দেশই একে অন্যের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া-র উপর।

বৃহস্পতিবার (১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ফলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোকে বিকল্প দীর্ঘ রুটে উড়তে হচ্ছে, যার ফলে বিপুল পরিমাণ বাড়তি খরচ গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। অনুমান করা হচ্ছে, এই নিষেধাজ্ঞা চলতে থাকলে বছরে প্রায় ৫৯১ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ পড়বে এয়ার ইন্ডিয়ার।

সংস্থাটি জানিয়েছে, শুধু বাড়তি জ্বালানির খরচই নয়, দীর্ঘ সময় ধরে যাতায়াতের কারণে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং ভ্রমণ অভিজ্ঞতাও প্রভাবিত হবে।

এই পরিস্থিতিতে বিকল্প রুট হিসেবে চীনের আকাশসীমা ঘেঁষে ফ্লাইট চালানোর চিন্তাভাবনা করছে এয়ার ইন্ডিয়া। তবে, এর জন্য চীনের অনুমতি প্রয়োজন, যার জন্য সরকারের সহায়তা চেয়েছে তারা।

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত হামলার পেছনে পাকিস্তানের পরোক্ষ ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেছে এবং এর জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।

জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত, ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ এবং ভারতীয় ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দেন, দেশের পানির অধিকার রক্ষায় তারা কোনও ছাড় দেবে না। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেন, “সিন্ধু দিয়ে পানি বইবে, না হলে বইবে ভারতীয়দের রক্ত।”

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও রেলমন্ত্রী সরাসরি পারমাণবিক হামলার প্রস্তুতির ঘোষণা দেন, যা দুই দেশের উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্ত্রাসবাদ এবং তার মদতদাতাদের কঠোর শাস্তি দেওয়া হবে। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার।”

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় আর্থিক ধাক্কা খাচ্ছে এয়ার ইন্ডিয়া, যাদের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ হওয়া মানে প্রতি ফ্লাইটে সময়, খরচ ও যাত্রীসন্তুষ্টি—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে