ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় যখন

২০২৫ মে ০২ ০৯:৩৩:২৬
জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় যখন

ডুয়া ডেস্ক: জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতপূর্ণ ও মর্যাদার। এই দিনের কিছু নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন—এ কথা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। যদিও দোয়া কবুলের সুনির্দিষ্ট সময় নিয়ে মতভেদ রয়েছে। তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই।

হাদিসের আলোকে সম্ভাব্য সময়সমূহ:

  1. আছরের শেষ সময়
    জাবের ইবনে আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

    “জুমার দিনে একটি সময় রয়েছে, যে সময় আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন। এই সময়টি আছরের শেষ সময়ে খোঁজ করো।”
    (আবু দাউদ: ১০৪৮; নাসাঈ: ১৩৮৯)

  2. নামাজরত অবস্থায় দোয়া
    আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন—

    “জুমার দিনে একটি মুহূর্ত আছে, যেখানে কোনো মুসলিম নামাজে মগ্ন থেকে দোয়া করলে, আল্লাহ তা কবুল করেন।”
    (বুখারি: ৬৪০০)

  3. আছরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত
    আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন—

    “আছরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়।”
    (যাদুল মাআ’দ: ২/৩৯৪)

  4. ইমাম মিম্বারে উঠার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত
    আবু মুসা আশআরি (রা.) বলেন—

    “ইমামের খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টিই দোয়া কবুলের মুহূর্ত।”
    (আবু দাউদ: ১০৪৯)

  5. সুন্নাহ মতে বারো ঘণ্টার মধ্যে একটি ক্ষণ
    হাদিসে এসেছে,

    “জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, যেখানে দোয়া করলে তা কবুল হয়।”
    (আবু দাউদ: ১০৪৮)

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে