ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

এক মাসে বিনিয়োগকারীরা খোয়ালেন ১৭ হাজার কোটি টাকা

২০২৫ মে ০১ ২২:৫১:৫০
এক মাসে বিনিয়োগকারীরা খোয়ালেন ১৭ হাজার কোটি টাকা

ডুয়া নিউজ: শেয়ারবাজারে ধারাবাহিক পতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। এপ্রিল মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ৩০০ পয়েন্টেরও বেশি। মাসজুড়ে ১৮ কার্যদিবসের মধ্যে ১৫ দিনই সূচকের পতন হয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকারও বেশি।

ঈদের পর মাসের শুরুতে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ২১৯ পয়েন্টে, আর মাস শেষে তা নেমে এসেছে ৪,৯১৭ পয়েন্টে। তারল্য সংকট ও টানা দরপতনের মধ্য দিয়ে বাজারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

বিনিয়োগকারীদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিষ্ক্রিয়তা ও কাঠামোগত দুর্বলতাই বাজারের এমন নাজুক অবস্থার জন্য দায়ী। অনেকেই মনে করছেন, নিয়ন্ত্রণ সংস্থার বাজার মনিটরিং এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ঘাটতি রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই পরিচালক বা ডেপুটি পরিচালক পর্যায়ে প্রয়োজনীয় জনবল নেই। নিচের স্তরের কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে পারেন না—তারা শুধু ফাইল টানাটানি করতে পারেন। এ ধরনের কাঠামো দিয়ে বাজার নিয়ন্ত্রণ বা পুনরুদ্ধার সম্ভব নয়। তারপর গেল সপ্তাহের শেষদিকে আর ২২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এখন মনিটরিং অবস্থা আরও কঠিন হবে।

তারা বলছেন, বাজারে দীর্ঘমেয়াদি আস্থা ফিরিয়ে আনতে হলে কাঠামোগত সংস্কার, কার্যকর তদারকি এবং স্বচ্ছ নীতিমালার বিকল্প নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে