ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঝড়-বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

২০২৫ মে ০১ ১১:২২:১২
ঝড়-বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

ডুয়া ডেস্ক: দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের আটটি বিভাগেই দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে