ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হটলাইনে পাকিস্তানকে সতর্ক করল ভারত

২০২৫ এপ্রিল ৩০ ২২:৫৮:২৫
হটলাইনে পাকিস্তানকে সতর্ক করল ভারত

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্ধুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা এখনও বিরাজ করছে। যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরমধ্যে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে ‘হটলাইনের’ মাধ্যমে কথা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘লাইন অব কন্ট্রোলে (এলওসি) অপ্ররোচিত গুলিবর্ষণ না করতে পাক সেনাবাহিনীকে সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী।’

সূত্রটি বলেছেন, “এলওসিতে পাকিস্তানের ‘অপ্ররোচিত লঙ্ঘন’ নিয়ে গতকাল ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকদের মধ্যে হটলাইনের মাধ্যমে কথা হয়েছে। ভারত পাকিস্তানকে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সতর্ক করেছে।”

পেহেলগামে হামলার পর থেকে কাশ্মির সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে গত ছয়দিন টানা গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের সেনারাই একেঅপরের বিরুদ্ধে আগে গুলি ছোড়ার অভিযোগ করেছে। এরপরই জানা গেলো দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তার মধ্যে আলোচনা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে