ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কমল জ্বালানি তেলের দাম

২০২৫ এপ্রিল ৩০ ২০:১৮:৩০
কমল জ্বালানি তেলের দাম

ডুয়া ডেস্ক: আগামী মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা করে কমিয়েছে সরকার।

আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের মূল্য ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, অকটেন ও পেট্রোলের দাম এক টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা ও ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তার আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়িয়ে ১০৪ টাকা থেকে ১০৫ টাকা, অকটেন ১২৫ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোল ১২১ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়।

বিশ্ববাজারের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার ২০২৩ সালের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। এর আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় সরকার কখনও দাম কমিয়েছে, কখনও অপরিবর্তিত রেখেছে, আবার প্রয়োজন অনুযায়ী বাড়িয়েছে।

গত বছরের ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা কমানো হয়।

পরবর্তীতে, অক্টোবর মাসের মূল্য নির্ধারণে নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়, তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়। এরপর ডিসেম্বরের শেষ দিনে নতুন মূল্য সমন্বয়ের ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম আরও এক টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়, পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা আগের মতোই রাখা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে