ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধ ও ভারতে মুসলিমদের নির্যাতন বন্ধে সমাবেশ করবে এনসিপি

২০২৫ এপ্রিল ৩০ ২২:৪৫:০৫
আ.লীগ নিষিদ্ধ ও ভারতে মুসলিমদের নির্যাতন বন্ধে সমাবেশ করবে এনসিপি

ডুয়া নিউজ: স্বৈরাচারী আওয়ামী লীগ নিষিদ্ধ ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আগামী শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বুধবার (৩০ এপ্রিল) মিরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এ ঘোষণা জানান দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাতিলের দাবিতে আমরা আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছি।"

এনসিপির তৈরি করা এক প্রচারপত্রে আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে সংঘটিত সাতটি গুরুতর অপরাধের উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে অবৈধ নির্বাচন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, এবং জুলাই অভ্যুত্থান চলাকালে গণহত্যার মতো ঘটনা।

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলটি চারটি দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এবং দলের বৈধতা প্রশ্নে চূড়ান্ত নিষ্পত্তি।

এর আগে এনসিপি নেতারা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে মিরপুর ১০ থেকে কালশী পর্যন্ত বিভিন্ন এলাকায় জনসমাবেশের প্রচারে লিফলেট বিতরণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে