ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছয় গোলের রোমাঞ্চে ইন্টার মিলানে থামল বার্সেলোনা

২০২৫ মে ০১ ০৯:৪৯:৪০
ছয় গোলের রোমাঞ্চে ইন্টার মিলানে থামল বার্সেলোনা

ডুয়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ছিল দর্শনে, দৃষ্টিতে এবং রোমাঞ্চে ভরপুর।

খেলা শুরু হতেই মাত্র ১ মিনিটে ইন্টার মিলান সমর্থকদের আনন্দে ভাসান মার্কাস থুরাম। ডেনজেল ডামফ্রিজের ক্রসে দুর্দান্ত ব্যাকহিল শটে ম্যাচের প্রথম গোল করেন তিনি। এরপর ২১ মিনিটে দিমারকোর কর্নার থেকে ফ্রান্সেসকো আকেরবির পাসে অ্যাক্রোব্যাটিক ভলিতে ডামফ্রিজ ব্যবধান দ্বিগুণ করেন।

তবে বার্সেলোনাও পাল্টা জবাব দিতে দেরি করেনি। ২৩ মিনিটে লামিন ইয়ামাল একক নৈপুণ্যে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেদ্রির ফ্লিক থেকে রাফিনিয়ার দারুণ ডাউনকন্ট্রোল এবং তার পাস থেকে ফেরান তোরেসের গোল—দলকে এনে দেয় সমতা।

দ্বিতীয়ার্ধে ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ ইনজুরির কারণে মাঠ ছাড়লে বদলি হিসেবে আসেন মেহেদি তারেমি। ৬০ মিনিটে আবারো দৃশ্যপটে ডামফ্রিজ—এইবার কর্নার থেকে হেড করে করেন নিজের জোড়া গোল। তবে বার্সাও থেমে থাকেনি। ছোট কর্নার থেকে রাফিনিয়ার শট পোস্টে লেগে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের পিঠে লেগে বল চলে যায় জালে—ফলে ৩-৩ সমতায় ফেরে ম্যাচ।

৭৫ মিনিটে ইন্টার মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইড ধরা পড়ে। বিতর্কিত সেই সিদ্ধান্তে বেঁচে যায় বার্সেলোনা।

শেষ পর্যন্ত দুই দলের লড়াইয়ে জয়-পরাজয় না হলেও ফুটবলপ্রেমীরা উপভোগ করেছেন এক সিনেমার মতো ম্যাচ। সব সিদ্ধান্ত এখন নির্ভর করছে ৬ মে জিউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের ওপর। সেই ম্যাচেই ঠিক হবে কে যাবে ফাইনালে, যেখানে প্রতিপক্ষ হবে পিএসজি ও আর্সেনালের মধ্যকার জয়ী দল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে