ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি দেবে সৌদি আরব

২০২৫ মে ০১ ১৫:৫৭:১৩
অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি দেবে সৌদি আরব

ডুয়া ডেস্ক: হজের অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে বা এমন কাউকে সহায়তা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশনা ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

আরব নিউজ-এর বরাত দিয়ে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫,৩৩১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। এই নিয়ম ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য।

যারা এমন ব্যক্তিদের জন্য ভিসা আবেদন করবেন, যারা হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছেন, তাদেরকেও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হতে পারে। একই জরিমানা প্রযোজ্য হবে যারা এসব ভিজিট ভিসাধারীকে মক্কায় পৌঁছাতে সাহায্য করেন, আবাসন দেন বা তাদের অবস্থান গোপন রাখেন।

এ ছাড়া যারা অবৈধভাবে হজ পালন করতে চান—তাঁরা ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তি হোন বা বৈধভাবে সৌদি আরবে থাকেন—তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

পরিবহন বিষয়েও কড়া ব্যবস্থা নেওয়া হবে। হজ মৌসুমে যেসব যানবাহনে অনুমতি ছাড়া হজ পালনের জন্য ভিজিট ভিসাধারীদের বহন করা হবে, সেগুলো মালিকের বিরুদ্ধে মামলা করে গাড়ি জব্দ করার আবেদন জানানো হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: সৌদি হজ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে