ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

৫ ভারতীয়কে অপহর’ণ

২০২৫ মে ০১ ১৮:৫৫:২৮
৫ ভারতীয়কে অপহর’ণ

ডুয়া ডেস্ক: পশ্চিম নাইজারে সন্ত্রাসীরা পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করেছে। গত সপ্তাহে এ হামলার ঘটনায় তাদের অপহরণ করা হলেও বিষয়টি এতদিন সামনে আসেনি।

বুধবার (৩০ এপ্রিল) ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকার কর্তৃক নাইজারে পাঠানো একটি অনুরোধপত্র রয়টার্সের হাতে পৌঁছালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ‘নাইজারের দুই নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই হামলায় ১২ জন সৈন্যও নিহত হয়েছিল। দেশটির ত্রি-সীমান্ত অঞ্চলের সাকোইরা গ্রামের কাছে হামলাটি হয়। পশ্চিম আফ্রিকার সাহেল দেশ নাইজার, বুরকিনা ফাসো এবং মালির সীমান্ত অঞ্চলটিতে মিলিত হয়েছে।’

নাইজারের নিরাপত্তা সূত্র জানায়, ‘ভুক্তভোগীরা নাইজারের কান্দাদজি বাঁধ প্রকল্পে সেবা প্রদানকারী একটি ভারতীয় কোম্পানির হয়ে কাজ করছিলেন।’

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাঁচজন নাগরিক তিলাবেরি অঞ্চলে কাজ করছিলেন। পাঁচজনই ঝাড়খণ্ডের বাসিন্দা এবং নাইজারে ভারতীয় দূতাবাস তাদের মুক্তির জন্য নাইজার কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছে।’

অপহরণকারী সশস্ত্র ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে গত মাসে নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের একটি মসজিদে হামলার জন্য ইসলামিক স্টেটের সহযোগী গ্রুপ EIGS-কে দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষ। ওই হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হন।

নাইজার, মালি এবং বুরকিনা ফাসো বর্তমানে আল কায়েদা ও ইসলামিক স্টেট-সম্পৃক্ত জিহাদি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ২০১২ সালে উত্তর মালিতে তুয়ারেগ বিদ্রোহ থেকে এই সশস্ত্র আন্দোলনের সূত্রপাত হয় এবং পরে তা আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে।

চলতি বছর অপহরণের ঘটনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। জানুয়ারিতে একজন অস্ট্রীয় নারী এবং এপ্রিলের শুরুতে একজন সুইস নাগরিক নাইজারে অপহৃত হন। এ ছাড়া জানুয়ারিতে নাইজার-বুরকিনা ফাসো সীমান্ত এলাকা থেকে চারজন মরক্কোর ট্রাকচালক নিখোঁজ রয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে