ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আগামীকাল সমাবেশ করবে এনসিপি

২০২৫ মে ০১ ২২:৩৭:০৯
আগামীকাল সমাবেশ করবে এনসিপি

ডুয়া নিউজ: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার (২ মে) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে এনসিপির ঢাকা মহানগর শাখা।

এ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে