ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাজায় হা-ম-লা অব্যাহত, এক দিনে প্রাণ গেল আরও ৩১ ফিলিস্তিনির

২০২৫ মে ০২ ০৯:৪৪:২০
গাজায় হা-ম-লা অব্যাহত, এক দিনে প্রাণ গেল আরও ৩১ ফিলিস্তিনির

ডুয়া ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬ জন।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১৮ জনে। আহত হয়েছেন এক লাখ ১৮ হাজার ৯১ জনের বেশি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। উদ্ধারকর্মীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা অব্যাহত রয়েছে প্রায় ১৫ মাস ধরে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে যুদ্ধবিরতির দুই মাস পূর্ণ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে ইসরাইল আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে। এই নতুন দফার আগ্রাসনে ইতোমধ্যে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচ হাজার।

জাতিসংঘের তথ্যমতে, চলমান এই সহিংসতায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং অঞ্চলটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে