ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এক শাখার ঋণ খেলাপিতেই বিপর্যস্ত ইসলামী ব্যাংক

২০২৫ মে ০২ ১৫:০৭:৫০
এক শাখার ঋণ খেলাপিতেই বিপর্যস্ত ইসলামী ব্যাংক

ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিশোধিত মূলধনের পরিমাণ প্রায় ১ হাজার ৬১০ কোটি টাকা। অথচ চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখায় এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানে কোম্পানিটির খেলাপি ঋণের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

ব্যাংক খাতের অন্যতম শক্তিশালী এই প্রতিষ্ঠানটির শুধু এক শাখাতেই এত বিপুল পরিমাণ ঋণ খেলাপি হওয়ায় তা ব্যাংকটির ভারসাম্যে বড় ধাক্কা দিয়েছে। এক শাখায়ই কোম্পানিটির পরিশোধিত মূলধনে ৩১ গুণের বেশি ঋণ খেলাপির মুখে পড়েছে।

এই ঋণ পুনরুদ্ধারে ব্যাংকটি এখন নানামুখী আইনি ও প্রশাসনিক পদক্ষেপও নিচ্ছে। এর মধ্যে রয়েছে বন্ধকী সম্পত্তি নিলামে তোলা, চেক প্রতারণা মামলার রেকর্ডসংখ্যক রুজু এবং ফ্রিজকৃত এফডিআরের বিপরীতে আদায়ের চেষ্টা।

ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চট্টগ্রামের আদালতে চেক প্রতারণার অভিযোগে এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতোমধ্যে ১০১টিরও বেশি সিআর মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট দাবিকৃত অর্থের পরিমাণ ১০ হাজার কোটি টাকার কিছু বেশি।

তবে ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নিলামে ওঠা সম্পত্তি থেকে মোট খেলাপি ঋণের ১০ শতাংশও আদায় সম্ভব নয় বলে আশঙ্কা করা হচ্ছে। চেক ও এফডিআরের বিপরীতে কিছু অর্থ আদায়ের সম্ভাবনা থাকলেও প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার এফডিআর বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক ফ্রিজ থাকায় তা-ও অনিশ্চিত।

খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- এস আলম ভেজিটেবল অয়েল ১২ হাজার কোটি টাকা, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড ২ হাজার ১৮০ কোটি টাকা, মেসার্স আদিল করপোরেশন ১ হাজার ২৬৫ কোটি টাকা এবং সেঞ্চুরি ফুড প্রোডাক্টস লিমিটেড ৯০১ কোটি টাকা।

ব্যাংক সূত্র জানায়, ঋণ উদ্ধারে চেষ্টার অংশ হিসেবে ব্যাংকটি বিভিন্ন দৈনিকে নিলামের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ এসব খেলাপি ঋণ আদায়ে নানামূখী তৎপরতা চালাচ্ছে।

ব্যাংকটির একটি সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের জরুরি পুনঃঅর্থায়ন ও নিয়মনীতি শিথিল করার উদ্যোগ ব্যাংকটিকে স্বস্তি দিয়েছে। গত কয়েক মাসে ব্যাংকটি নতুন করে করপোরেট ও ব্যক্তি আমানতকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাইনান্সের প্রতি চাহিদা কাজে লাগিয়ে রিটেইল ব্যাংকিংয়েও প্রভূত অগ্রগতি হয়েছে ব্যাংকটির।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে