ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারকে যে আহ্বান জানালেন তারেক রহমান

২০২৫ মে ০২ ১৫:১৬:৫১
অন্তর্বর্তী সরকারকে যে আহ্বান জানালেন তারেক রহমান

ডুয়া ডেস্ক: জাতীয় নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ এখনই নিতে হবে আর সেই দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের।”

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান প্রশ্ন তোলেন, “দেশের প্রায় সব রাজনৈতিক দল সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সত্ত্বেও কেন অন্তর্বর্তী সরকার এতটা সময় নিচ্ছে? এই ধীরগতিতে জনমনে প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হচ্ছে।” তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর দাবিকে উপেক্ষা এবং জনগণের রায়কে অবহেলা করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, “রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের উদ্যোগ চললেও যদি তা নির্বাচনের দাবিকে উপেক্ষা করে তবে এই সংস্কারের প্রকৃত উদ্দেশ্য কী—তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ ও জনগণের কল্যাণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭৫-এর ৭ নভেম্বর, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম—সবই একটি গণতান্ত্রিক, স্বাধীন ও স্বার্থ-রক্ষাকারী বাংলাদেশের জন্য।”

তিনি স্মরণ করিয়ে দেন, “বাংলাদেশ ১৯৭১ সালে ইসলামাবাদের শাসন ছেড়েছিল দিল্লির প্রভাব কবলে পড়ার জন্য নয়। ’৭৫-এর ৭ নভেম্বরও জনগণ একই বার্তা দিয়েছিল।”

সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এনসিপির নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারী চৌধুরী, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে