ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নতুন বিতর্ক শুরু ভারতে

২০২৫ মে ০২ ১২:৪৪:৩৭
নতুন বিতর্ক শুরু ভারতে

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের একটি পুরোনো বক্তব্য ঘিরে ভারতে শুরু হয়েছে নতুন বিতর্ক।

গত ১৭ এপ্রিল ইসলামাবাদে প্রবাসীদের সঙ্গে এক বৈঠকে জেনারেল মুনির বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের থেকে সব দিক দিয়ে ভিন্ন।” কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবনসঞ্চারী শিরা’ হিসেবে বর্ণনা করে তিনি জানান, “কাশ্মীরিদের স্বাধীনতার সংগ্রাম থেকে পাকিস্তান কখনো সরে আসবে না।”

এর ঠিক পাঁচ দিন পর, ২২ এপ্রিল, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। হামলার সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও ভারতের বিশ্লেষক ও সংবাদমাধ্যমগুলো মুনিরের মন্তব্যকে উসকানিমূলক ও আগ্রাসী হিসেবে দেখছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “আমরা আগ্রাসন শুরু করবো না, তবে প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের শক্তি পরীক্ষা করার চেষ্টা করবেন না।” তিনি জানান, তিন বাহিনীসহ দেশের সব প্রতিরক্ষা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক জশুয়া টি হোয়াইট বলেন, “আসিম মুনিরের বক্তব্য পাকিস্তানের আদর্শিক অবস্থানের সঙ্গে মিল থাকলেও হিন্দু-মুসলিম বিভাজনের প্রসঙ্গ এনে তিনি বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছেন।”

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে