ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভারতে প্রবল ঝড়-বৃষ্টিতে ১২০ ফ্লাইট বিলম্বিত, নিহত ৪

২০২৫ মে ০২ ১১:১৪:২৩
ভারতে প্রবল ঝড়-বৃষ্টিতে ১২০ ফ্লাইট বিলম্বিত, নিহত ৪

ডুয়া ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার প্রবল ঝড়, ধুলিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১২০টি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিত হয়েছে এবং একটি মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রবল বাতাসে দিল্লির দ্বারকা এলাকায় একটি গাছ একটি বাড়ির উপর ভেঙে পড়ে। এতে বাড়ির একাংশ ধসে পড়ে এক নারী ও তার তিন শিশুর মৃত্যু হয়।

ঝড়ে দিল্লির বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। লাজপত নগর, আর কে পুরম ও দ্বারকার মতো এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে সকাল থেকেই যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে।

এদিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতির অবনতি হওয়ায় তিনটি ফ্লাইট—যার মধ্যে ব্যাঙ্গালোর-দিল্লি ও পুনে-দিল্লি রয়েছে—আহমেদাবাদ ও জয়পুরে ডাইভার্ট করা হয়েছে। ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে গড়ে ২১ মিনিট ল্যান্ডিং এবং ৬১ মিনিট টেক-অফে বিলম্ব হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, “দিল্লিমুখী বেশ কিছু ফ্লাইট ডাইভার্ট ও বিলম্বিত হওয়ায় সামগ্রিক ফ্লাইট সূচিতে প্রভাব পড়ছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করছি।”

ঝড় ও ভারী বৃষ্টির প্রভাবে শুধু আকাশপথই নয়, রেল চলাচলও বিঘ্নিত হয়েছে। গাছ তারের উপর ভেঙে পড়ায় প্রায় ১৫ থেকে ২০টি ট্রেন দেরিতে চলছে।

আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে, দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিভিন্ন সতর্কতা হিসেবে বাসিন্দাদের ঘরে অবস্থান, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে