ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

৪৩তম বিসিএস: গেজেট বঞ্চিতদের পাশে দাঁড়ালেন ভিপি নুর

২০২৫ মে ০৪ ১৯:০৪:২৯
৪৩তম বিসিএস: গেজেট বঞ্চিতদের পাশে দাঁড়ালেন ভিপি নুর

ডুয়া নিউজ : ৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী গেজেটভুক্ত করা ও ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে টানা ৬ দিন ধরে আমরণ অনশন করছেন। এর মধ্যে তাদের প্রত্যেকেই বারবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হচ্ছে। হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে আবার অনশনে ফিরে আসছে। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাননি তারা। তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

গত মঙ্গলবার থেকে অনশন করছেন তারা। অনশনকারীরা জানান, যত দিন না সরকার তাদের নামে গেজেট প্রকাশ করবে, তত দিন এই অনশন চলবে।

অনশনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

একাত্মতা পোষণ করে নুরুল হক নুর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০২৪ সালের আন্দোলন, পিএসসি সংস্কার আন্দোলন- এসবই ছিল বৈষম্যের বিরুদ্ধে। লাইব্রেরিতে পড়ে থাকা এসব শিক্ষার্থীরাই এসব আন্দোলনের রসদ যুগিয়েছিল।

তিনি বলেন, '২৪ এ রক্তাক্ত এক আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে ৪৩তম বিসিএসে যে কাণ্ড ঘটে গেছে তা এই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, প্রাপ্ত বয়স্ক একজন মানুষের পারিবারিক রাজনৈতিক পরিচয়ে যদি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার রাষ্ট্রের নেই। ফৌজদারি অপরাধ কিংবা নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও যাদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে তাদের অবশ্যই গেজেটভুক্ত করতে হবে। আমরা এমন রাষ্ট্র দেখতে চাই না যেখানে একজন যুবক যোগ্যতা থাকা সত্ত্বেও অধিকার আদায়ে রাজু ভাস্কর্যের ধুলাবালিতে শুয়ে ভিক্ষার মতো করে অধিকার চাইতে হবে। এমনটা চলতে থাকলে মেধা বিদেশে পাচার হয়ে যাবে।

উল্লেখ্য, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ দিয়ে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে চাকরিতে যোগ দিতে পারেননি গেজেট থেকে বাদ পড়া ২৬৭ চাকরিপ্রার্থী৷ তারপর থেকে তারা বিভিন্ন উপায়ে গেজেটভুক্তির জন্য আন্দোলন করে আসছেন। এর মধ্যে ৫ জন ১ সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করে আসছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে