ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পূর্ব নামে ফিরলো ঢাবির একাউন্টিং বিভাগ

২০২৫ মে ০৪ ১৪:০২:৩২
পূর্ব নামে ফিরলো ঢাবির একাউন্টিং বিভাগ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নাম অনুযায়ী এখন থেকে এই বিভাগের নাম 'একাউন্টিং বিভাগ' হিসেবে নির্ধারণ করা হয়েছে।

গত মাসের ২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার বলেন, প্রতিষ্ঠাকালীন এই বিভাগের নাম ছিলো একাউন্টিং বিভাগ।‌ পরবর্তীতে ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। চলতি বছরের জানুয়ারি মাসে এই নাম পরিবর্তনের লক্ষ্যে বিভাগের সিনিয়র শিক্ষকসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে সভা করে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে সেই সুপারিশ বিভাগের একাডেমিক সভায় গৃহীত হয়। এরপর সেটি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে। সেখানে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হলে সেটি সিন্ডিকেটে অনুমোদন পায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে