ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এলপিজির নতুন দাম নির্ধারণ

২০২৫ মে ০৪ ১৭:২৮:১৭
এলপিজির নতুন দাম নির্ধারণ

ডুয়া ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১ হাজার ৪৫০ টাকা। একইসঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও।

রোববার (৪ মে) বিইআরসি এ সিদ্ধান্ত জানায়। নতুন এ দর সেদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সৌদি সিপির ভিত্তিতে প্রোপেন ও বিউটেনের গড় মূল্য বিবেচনায় নিয়েই মে মাসের এই সমন্বয় করা হয়েছে। সৌদি আরামকোর ঘোষণা অনুযায়ী, মে মাসে প্রোপেন ও বিউটেনের দাম ছিল যথাক্রমে ৬১০ ও ৫৯০ মার্কিন ডলার। অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় দাম ধরা হয়েছে ৫৯৭ ডলার প্রতি মেট্রিক টন।

এছাড়া, মে মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ পয়সা কমিয়ে মূসকসহ ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে অটোগ্যাসের দাম ছিল ৬৬ টাকা ৪১ পয়সা। মার্চে তা ছিল ৬৬ টাকা ৪৩ পয়সা এবং ফেব্রুয়ারিতে ৬৭ টাকা ৭৪ পয়সা।

চলতি বছরে এখন পর্যন্ত একাধিকবার পরিবর্তন এসেছে এলপিজি ও অটোগ্যাসের দামে। ২০২৪ সালে ৭ দফায় দাম বেড়েছে এবং ৪ দফায় কমেছে। এছাড়া ডিসেম্বর মাসে দাম ছিল অপরিবর্তিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে