ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এবার ঢাকায় আসছে কানাডার বাণিজ্য প্রতিনিধি দল

২০২৫ মে ০৩ ১২:৩৯:১৭
এবার ঢাকায় আসছে কানাডার বাণিজ্য প্রতিনিধি দল

ডুয়া ডেস্ক: কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চারদিনের সরকারি সফরে আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন। কানাডার হাইকমিশন জানিয়েছে, তিনি একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে আগামীকাল রোববার (৪ মে) থেকে আনুষ্ঠানিক সফর শুরু করবেন।

সফরকালে পল থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিভিন্ন অংশীদার এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এই সময় তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপটে গণতান্ত্রিক সংস্কারের গুরুত্ব এবং কানাডার প্রতিশ্রুতি তুলে ধরবেন।

এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কানাডার কৌশল এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে তার দেশের আগ্রহ প্রকাশ করবেন। সফরের অংশ হিসেবে তিনি দেশের কিছু গুরুত্বপূর্ণ শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্র পরিদর্শন করবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির প্রতীক।

বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশ কানাডার জন্য একটি গুরুত্বপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বাজার। কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য ও যন্ত্রপাতি রপ্তানি করে, অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রধানত রপ্তানি হয় কানাডায়।

তথ্যপ্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, কৃষি এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেও দুই দেশ একযোগে কাজ করে চলেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে