ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জাভেদ আখতার

‘এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে শিক্ষা দেওয়া যায়’

২০২৫ মে ০২ ১৯:০৮:৩৫
‘এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে শিক্ষা দেওয়া যায়’

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় সোচ্চার বলিউডের জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানান, “ভারতে যতটা সম্মান দেওয়া হয় পাকিস্তানের শিল্পীদের, সেই জায়গায় ভারতীয় শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান পাকিস্তানে পান না।”

এবার পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে জাভেদ আখতার বলেন, “পাকিস্তান বারবার এই ধরনের কাজ করছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি দয়া করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন।”

তিনি বলেন, “এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে শিক্ষা দেওয়া যায়। যার কথার মধ্যে কোনও সামঞ্জস্য নেই, বোধবুদ্ধিও নেই।”

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে কাশ্মিরের ভারতশাসিত অঞ্চলে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। অনেক কাশ্মিরি মুসলমান এই বিদ্রোহকে সমর্থন করেন এবং তারা চান, অঞ্চলটি যেন পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় অথবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

ভারত এই আন্দোলনকে পাকিস্তান-প্রভাবিত "সন্ত্রাসবাদ" হিসেবে বর্ণনা করে। অন্যদিকে, পাকিস্তান একে একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন বলে দাবি করে। দীর্ঘদিনের এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে