ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

করিডোর নিয়ে মুখ খুললেন প্রেস সচিব

২০২৫ মে ০২ ২১:৫৮:৪৬
করিডোর নিয়ে মুখ খুললেন প্রেস সচিব

ডুয়া নিউজ: রাখাইনে মিয়ানমারের সাথে করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ব কথা বলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার (০২ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে করিডোর প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে। এটা সর্বসম্মতিক্রমে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে।”

শফিকুল আলম বলেন, “জাতিসংঘ যদি মানবিক করিডোর করার চিন্তাভাবনা করে, তবে সরকার ইচ্ছুক। তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। তার আগে জাতিসংঘকে দুই দেশ ও রাখাইনের অন্য পক্ষগুলোর সাথে কথা বলতে হবে।”

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো এবং দেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করার লক্ষ্যে বন্দরের টার্মিনাল পরিচালনায় একটি বিশ্বসেরা বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে