ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

একসাথে খেলতে পারছি এটাই আনন্দের: কেয়া পায়েল

২০২৫ মে ০২ ১৭:১৯:৩৮
একসাথে খেলতে পারছি এটাই আনন্দের: কেয়া পায়েল

ডুয়া ডেস্ক: সেলিব্রিটিদের অংশগ্রহণে আয়োজিত ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল) শুরু হচ্ছে আগামী ৫ মে। এ উপলক্ষে তারকারা বর্তমানে প্রস্তুতি ও অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ সময় ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে গণমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

তিনি বলেন, “আমরা সবাই চেষ্টা করছি যেহেতু আমরা খেলাধুলার মানুষ না, সব বড় যেটা আমার কাছে মনে হয়েছে যে, একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি এক অঙ্গনের, তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো।”

কেয়া পায়েল বলেন, “একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে সবাই একসাথে মাঠে খেলবো। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব আয়োজন, তাই খুব এক্সাইটেড মনে হচ্ছে।”

অভিনেত্রী আরও বলেন, “ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে। তো ওই জায়গা থেকে আমার ক্রিকেট খেলাটা দেখা হয়। কিন্তু যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী, সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি। আমি ছোটবেলা থেকে যখনই কোন দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে অধিকাংশ সময় আমি প্রথম হতাম।”

কেয়া বলেন, “আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী। তারা ভালো করবে। এখানে হার জিতেন থেকে বড় কথা হচ্ছে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের। আমার কাছে এটা মনে হয়।”

উল্লেখ্য, আকর্ষণীয় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল—গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স ও স্পারটান্স। প্রতিটি দলে থাকছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

টুর্নামেন্টটি ঘিরে বৃহস্পতিবার আয়োজন করা হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর তারকাবহুল এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে