ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিল ভারত

২০২৫ মে ০২ ২১:৪৯:৪৬
এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিল ভারত

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে আবারও পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দিয়েছে নরেন্দ্র মোদির প্রশাসন।

আজ শুক্রবার (২ মে) দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা এ ব্যবস্থা গ্রহণ করে।

এর মাধ্যমে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নতুন করে উসকানি দিল। শাহবাজ শরীফের ব্লক করা চ্যানেলে একটি বার্তায় বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এই দেশে বর্তমানে এই কনটেন্ট উপলব্ধ নয়। সরকারি অপসারণ অনুরোধ সম্পর্কে আরও বিস্তারিত জানতে গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।”

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘সপ্তাহের শুরুতে ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছিল। সেগুলো ভারত সম্পর্কে মিথ্যা, উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। এ ছাড়া পেহেলগাম হামলার ওপর বিবিসির প্রতিবেদনের বিরুদ্ধে ভারত সরকার তীব্র আপত্তি জানিয়েছে।’

ভারতে ব্লক করা পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে—ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।

এদিকে পাকিস্তানিদের মধ্যে ভারতের হামলার শিকার হওয়ার শঙ্কা দিন দিন বাড়ছে। আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক শুক্রবার (২ মে) স্থানীয় সংসদে বলেন, “নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশ জারি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “১৩টি নির্বাচনী এলাকায় খাদ্য, ওষুধ এবং অন্য সব মৌলিক প্রয়োজনীয়তা সরবরাহ নিশ্চিত করার জন্য আজাদ জম্মু ও কাশ্মীর সরকার ১ বিলিয়ন রুপির জরুরি তহবিলও মজুত করেছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে