ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

প্রকৌশল খাতে ইপিএস কমেছে ২২ কোম্পানির

২০২৫ মে ০২ ১৯:১৬:০৭
প্রকৌশল খাতে ইপিএস কমেছে ২২ কোম্পানির

ডুয়া নিউজ : শেয়রবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৩৫টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর মধ্যে ইপিএস কমেছে ২২টি কোম্পানির।ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ক্যাবল, রানার অটোমোবাইলস, রেনউইক যজ্ঞেশ্বর, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আজিজ পাইপস, আনোয়ার গ্যালভানাইজিং, মীর আখতার হোসেন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস-বিবিএস, এসএস স্টিল, এটলাস বাংলাদেশ, ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবলস, ন্যাশনাল পলিমার, অলিম্পিক এক্সেসরিজ, দেশবন্ধু পলিমার, কাসেম ইন্ডাস্ট্রিজ, গোল্ডেনসন, জিপিএইচ ইস্পাত, আফতাব অটোমোবাইলস, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন হাইটেক এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ।

ইস্টার্ন ক্যাবল

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা।আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭২ পয়সা।

রানার অটোমোবাইলস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৫৭ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বর

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৮৬ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ টাকা ৭৬ পয়সা।

ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।

আজিজ পাইপস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৪ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৩ টাকা ৯৩ পয়সা লোকসান হয়েছিল।

আনোয়ার গ্যালভানাইজিং

জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৫৪ পয়সা।

মীর আখতার হোসেন

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা । আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৫১ পয়সা।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস-বিবিএস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২৭ পয়সা।

এসএস স্টিল

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১২ পয়সা।

এটলাস বাংলাদেশ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৪২ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮২ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।

ন্যাশনাল টিউবস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৫ পয়সা।

বিবিএস ক্যাবলস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর একই সময়ে ৪৮ পয়সা লোকসান হয়েছিল।

ন্যাশনাল পলিমার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা।

অলিম্পিক এক্সেসরিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫ পয়সা] । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৫০ পয়সা । আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৪ পয়সা।

দেশবন্ধু পলিমার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৩ পয়সা।

কাসেম ইন্ডাস্ট্রিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৮ পয়সা।

গোল্ডেনসন

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৭৪ পয়সা সমন্বিত লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ০১ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আগের বছরের একই সময়ে ১৩ পয়সা সমন্বিত লোকসান হয়েছিল।

জিপিএইচ ইস্পাত

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৩ পয়সা।

আফতাব অটোমোবাইলস

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৬ পয়সা ।

অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৪ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার লোকসান হয়েছে ৩ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২১ পয়সা।

ওয়ালটন হাইটেক

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৯৩ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৫ টাকা ১৭ পয়সা।

কপারটেক ইন্ডাস্ট্রিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে