ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কাতার সফরে গেলেন সেনাপ্রধান

২০২৫ মে ০৩ ০৯:২২:১১
কাতার সফরে গেলেন সেনাপ্রধান

ডুয়া ডেস্ক: সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার ৩ মে তিনি ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআর-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, এর আগে জেনারেল ওয়াকার-উজ-জামান ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফর করেছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে