ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এবার ভারতের সংস্কৃতির বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ

২০২৫ মে ০২ ২২:৪১:৪৪
এবার ভারতের সংস্কৃতির বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা পদক্ষেপ

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বেড়েছে উত্তেজনা। দুই দেশের এই রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত হলো নতুন নিষেধাজ্ঞা। এবার ভারতীয় গানের ওপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান সরকার। গতকাল বৃহস্পতিবার (০১ মে) পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সব এফএম রেডিও স্টেশনে ভারতীয় গান বাজানো নিষেধ। এ সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ বিষয়ে পাকিস্তান সম্প্রচার সংঘের (পিবিএ) মহাসচিব শাকিল মাসুদ বলেন, “পাকিস্তানের সব এফএম রেডিও স্টেশনে ভারতীয় গানের সম্প্রচার বন্ধ করা হলো।”

তিনি আরও জানান, “ভারতীয় সংগীতশিল্পীদের মধ্যে লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার এবং মুকেশ–এর গান পাকিস্তানে বিশেষভাবে জনপ্রিয়। দেশটির বহু শ্রোতা প্রতিদিন এফএম স্টেশনে তাঁদের গান শুনতেন।”

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ‘এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।’ তিনি পাকিস্তান সম্প্রচার সংঘকে একটি চিঠিতে লিখেছেন, “পিবিএ-এর এই দেশপ্রেমী সিদ্ধান্ত প্রশংসার যোগ্য। এটি বর্তমান কঠিন সময়ে পাকিস্তানের রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক।”

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৭ জন নিহত হওয়ার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলে নিষেধাজ্ঞা আরোপ করে। এই তালিকায় রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো প্রভাবশালী সংবাদমাধ্যম।

শুধু ইউটিউবেই নয়, ভারতের অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে পাকিস্তানের জনপ্রিয় তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আর প্রবেশ করা যাচ্ছে না। হানিয়া আমির, মাহিরা খান ও আলী জাফরের মতো শিল্পীদের প্রোফাইল ভারতে আর দেখা যাচ্ছে না।

অনেক দর্শকের মতে, রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে গান, সিনেমা ও সংস্কৃতির মাধ্যমে একটি অদৃশ্য সংযোগ ছিল। পাকিস্তানে ভারতীয় গানের জনপ্রিয়তা এবং ভারতে পাকিস্তানি শিল্পীদের গ্রহণযোগ্যতা সেই সাংস্কৃতিক বিনিময়েরই প্রমাণ। কিন্তু সাম্প্রতিক উত্তেজনা, নিষেধাজ্ঞা ও পাল্টা প্রতিক্রিয়ার ফলে এই সাংস্কৃতিক যোগাযোগ আরও জটিল হয়ে উঠেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে