ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

২০২৫ মে ০৪ ১১:৪৪:২৯
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ডুয়া ডেস্ক: নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ ইসলামি শরীয়ত, সংবিধান ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি উল্লেখ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। পাশাপাশি এসব বিতর্কিত ও সাংঘর্ষিক সুপারিশ পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিটটি দায়ের করেন।

আবেদনে বলা হয়, “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫”-এর ৩১৮ পৃষ্ঠাব্যাপী প্রতিবেদনটির ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান এবং জনগণের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদনে যেসব বিষয় চ্যালেঞ্জ করা হয়েছে, তার মধ্যে রয়েছে:

১. সমান উত্তরাধিকার: রিপোর্টের অধ্যায় ১১-তে নারী ও পুরুষের জন্য সমান উত্তরাধিকার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা কোরআনের সুরা নিসা (৪:১১)-এর বিরোধী।

২. বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাব: শরীয়তে অনুমোদিত বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাব সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার লঙ্ঘন করে।

৩. “My Body, My Choice” স্লোগান: শরীয়তভিত্তিক নৈতিকতার সীমা উপেক্ষা করে এই স্লোগানের পক্ষে অবস্থান গ্রহণ করা হয়েছে।

৪. যৌনকর্মের বৈধতা: যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি।

৫. লিঙ্গ পরিচয় ও ট্রান্সজেন্ডার ভাষ্য: ট্রান্সজেন্ডার পরিচয় এবং সংশ্লিষ্ট শব্দচয়ন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে