ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সারাদেশে বিক্ষোভের ডাক হেফাজতের, ৪ দাবি

২০২৫ মে ০৩ ১৩:৩৮:০৭
সারাদেশে বিক্ষোভের ডাক হেফাজতের, ৪ দাবি

ডুয়া ডেস্ক: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হেফাজতের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। সমাবেশে মূলত হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিচার বিষয়টি গুরুত্ব পায়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, সরকার যদি নির্বাচনমুখী অবস্থান নেয় তাহলে মামলাগুলো আর প্রত্যাহার হবে না এবং রাজনৈতিকভাবে ব্যবহার হওয়ার শঙ্কা তৈরি হবে। তিনি আরও বলেন, সরকার যখন অন্যান্যদের দাবি মানছে তখন হেফাজতের যৌক্তিক দাবিগুলো মানতে অসুবিধা কোথায়?

হেফাজতের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে:

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল করা।

২. সংবিধানে বহুত্ববাদ বাদ দিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন।

৩. হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ‘গণহত্যাসহ’ সব ঘটনার বিচার।

৪. ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর ‘গণহত্যা ও নিপীড়ন’ বন্ধে বাংলাদেশের সরকারের কার্যকর ভূমিকা পালন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে