ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

‘আ.লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা দিল্লিতে’

২০২৫ মে ০৩ ১২:৪৮:৩৯
‘আ.লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা দিল্লিতে’

ডুয়া ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে তীব্রভাবে সমালোচনা করেন। তিনি দাবি করেন, “আওয়ামী লীগের আর পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।”

হাসনাত বলেন, “আজ আট মাস পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা এখনো আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন, যা দুঃখজনক। আমাদের দৃষ্টিতে, এটি আর রাজনৈতিক দল নয়, এটি এখন দুঃশাসনের প্রতীক।”

সম্প্রতি ড. মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “ড. ইউনূস বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তা তাদের ব্যাপার। কিন্তু আমরা মনে করি, জনগণই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

এক পর্যায়ে তিনি বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশে মারা গিয়েছে আর তার জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের ওপর দিয়ে এই দল বাংলাদেশে আর ফিরবে না।"

তিনি দাবি করেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এদেরকে আমরা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে পারি না। ৭১ পরবর্তী সময় শেখ মুজিবের বাকশাল কায়েম এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষের জন্য এই দলকে দায়ী করতে হবে।”

বক্তৃতার শেষদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে আমাদের সংস্কার আন্দোলনের প্রথম পদক্ষেপ। এটি দেশের জন্য অত্যন্ত জরুরি।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে