ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি : ড. ইউনূসকে হাসনাত

২০২৫ মে ০৩ ১৫:০০:১০
ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি : ড. ইউনূসকে হাসনাত

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, "ভুলে যাবেন না, আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ, আমরা।"

শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, "সম্প্রতি ড. ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু তিনি যেন ভুলে না যান, এই সিদ্ধান্ত জনগণের। আমরা ঠিক করব, কে নির্বাচনে যাবে, কে যাবে না।"

তিনি আরও বলেন, "দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরও যে দাবিতে আজকের এই সমাবেশ, সেটা কোনো গর্বের বিষয় নয় বরং আমাদের জন্য লজ্জার। ৫ আগস্ট সারাদেশ একযোগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে—আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না। জনগণ স্পষ্টভাবে 'রেড কার্ড' দেখিয়ে দিয়েছে।"

এ সময় তিনি বলেন, "যে আওয়ামী লীগ আমাদের দাড়ি-টুপি পরা ভাইদের বায়তুল মোকাররমের সামনে থেকে রাস্তায় নামিয়ে হত্যা করেছিল, সেই আওয়ামী লীগ এই দেশে আর পুনর্বাসিত হবে না। এই সিদ্ধান্ত দেশের মানুষ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে