ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পুলিশকে হাতুড়ি দিয়ে পেটালেন আসামি

২০২৫ মে ০৩ ১৮:০৭:০০
পুলিশকে হাতুড়ি দিয়ে পেটালেন আসামি

ডুয়া ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে পুলিশের ওপর চরম বেপরোয়া আচরণ করেছে এক আসামি। হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে আহত করেছে এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ মে) রাত পৌনে ৯টার দিকে, মিরপুর উপজেলার পালপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সেদিন রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের আমলা এলাকা থেকে আশিক মল্লিক নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। মোটরসাইকেলে করে তাঁকে মিরপুর থানায় নেওয়া হচ্ছিল।

পথে পালপাড়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। থামানোর পরপরই তিনি কোমরে লুকিয়ে রাখা একটি হাতুড়ি বের করে এসআই মনিরুলের মাথায় আঘাত করেন। হেলমেট পরা থাকলেও তিনি আহত হন। এরপর পেছনে থাকা কনস্টেবল রুস্তম আলীকেও বেপরোয়াভাবে মারধর করেন আশিক।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় আশিককে আবার আটক করে পুলিশ। আহত দুই পুলিশ সদস্যকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আশিক মল্লিক পুলিশের ওপর হামলা চালিয়েছে। তার বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে