ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

২০২৫ মে ০৩ ১৫:৪৫:০৫
কাশ্মীর হামলা নিয়ে নতুন তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক অর্চনা তিওয়ারি। পাকিস্তানভিত্তিক দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর বরাতে জানা গেছে, অর্চনা তিওয়ারি ঘটনাস্থলে সরেজমিন অনুসন্ধান চালিয়ে সরকারি বিবৃতি ও স্থানীয়দের বক্তব্যের মধ্যে বড় ধরনের অমিল খুঁজে পেয়েছেন।

তিওয়ারির অনুসন্ধানে উঠে এসেছে, স্থানীয় একাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী সরকারের দাবির সঙ্গে একমত নন। তাদের মতে, হামলার ঘটনার বর্ণনা ও প্রতিক্রিয়া অনেকটাই পরিকল্পিত এবং মঞ্চস্থ নাটকের মতো। এমনকি এক কাশ্মীরি ড্রাইভার তিওয়ারিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, নবদম্পতির ওপর হামলার ঘটনাটি ছিল সাজানো এবং সংবাদমাধ্যমগুলো মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

ড্রাইভার আরও বলেন, ‘‘ভারতে যা দেখানো হচ্ছে, তার অনেকটাই সত্য নয়। গুলির শব্দ দূর থেকে এসেছিল, অথচ বলা হচ্ছে হামলাকারীরা ভুক্তভোগীদের ধর্ম নিয়ে প্রশ্ন করেছে, যা বাস্তবসম্মত নয়।’’

তিওয়ারির প্রশ্নে ওই ব্যক্তি আরও দাবি করেন, ঘটনাটির সঙ্গে জড়িত বলা হওয়া বিধবা ও শিশুর ভিডিও-তথ্যও যথাযথ নয় এবং পুরো বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, কাশ্মীরিদের ওপর চলমান অর্থনৈতিক দমননীতি যদি বন্ধ না হয় তাহলে অনেকে চরমপন্থার দিকে ঠেলে দেওয়া হতে পারে।

এই অনুসন্ধানকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকেরা মত দিয়েছেন, তিওয়ারির তথ্য উপস্থাপন সরকারের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে