ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নতুন বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

২০২৫ মে ০৩ ১৫:১০:৩২
নতুন বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

ডুয়া ডেস্ক: আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আসতে পারে সুখবর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, করমুক্ত বার্ষিক আয়সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে বার্ষিক সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকলেও এটি বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত করার চিন্তাভাবনা চলছে।

উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ করদাতারা দীর্ঘদিন ধরে চাপে রয়েছেন। তাঁদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর কর্মকর্তারা।

আগামী ২ জুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি হবে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।

এছাড়া বাজেটে করহার কাঠামোয় কিছুটা পুনর্বিন্যাসের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে করমুক্ত আয়ের পরের এক লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে কর আরোপ হয়। এই স্তরের পরিধি বাড়ানো হতে পারে। তবে করের হার অপরিবর্তিত রাখা হতে পারে। বিদ্যমান করহারের স্তরগুলো হলো ৫, ১০, ১৫, ২০ এবং ২৫ শতাংশ।

এনবিআরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নিম্ন আয়ের করদাতাদের ওপর দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব করতেই এই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে