ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

টানা ৫ দিন দেশের যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

২০২৫ মে ০৩ ২২:৫৯:৩৩
টানা ৫ দিন দেশের যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

ডুয়া ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার থেকে শুরু করে পরবর্তী চারদিনও আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রোববার থেকে বুধবার পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই কখনো দু-এক জায়গায়, আবার কোথাও কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিশেষ করে সোমবার বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। তবে প্রথম তিনদিন তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন না থাকলেও, বুধবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের শুরুতেই এই ধরনের বৃষ্টিপাত স্বাভাবিক এবং এটি দেশের গ্রীষ্মকালীন আবহাওয়ার একটি অংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে