ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘দেশে জ-ঙ্গি ঢুকিয়ে যু-দ্ধের নাটক করছে বিজেপি’

২০২৫ মে ০৪ ১১:৩৬:১২
‘দেশে জ-ঙ্গি ঢুকিয়ে যু-দ্ধের নাটক করছে বিজেপি’

ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি অভিযোগ করেছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি। এই ঘটনাকে তিনি ‘যুদ্ধের নাটক’ বলে উল্লেখ করে বলেন, “জনগণের আবেগকে ব্যবহার করে নির্বাচনে ফায়দা তুলতেই এমন চাল চলছে।”

শনিবার হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে—ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে তাহলে তারা তা গুঁড়িয়ে দেবে। এই প্রেক্ষিতে কীর্তি আজাদ বলেন, “দেশের গোয়েন্দা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা আজ স্পষ্ট। বিজেপি যেখানে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব, সেখানে দেশের মাটিতে জঙ্গি অনায়াসে ঢুকে পড়ছে। অথচ সরকার ‘যুদ্ধ যুদ্ধ’ খেলে রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইছে।”

ব্যঙ্গ করে তিনি আরও বলেন, “বিজেপির কার্যকলাপ এখন শুধুই ‘টাই টাই ফিস ফিস, ঠনঠন গোপাল’-এর মতো হাস্যকর হয়ে উঠেছে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের প্রশ্নে মোদি সরকারের ভূমিকা নিয়ে তিনি গভীরভাবে প্রশ্ন তুলেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে