ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইতবাচক প্রবণতায় সপ্তাহ শুরু শেয়ারবাজারে

২০২৫ মে ০৪ ১৫:০১:৫০
ইতবাচক প্রবণতায় সপ্তাহ শুরু শেয়ারবাজারে

ডুয়া নিউজ : আজ রোববার (০৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। টানা ৩ দিনের দরপতনের পর আজ ডিএসইর প্রধান সূচক বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৬ দশমিক ৩৩ পয়েন্টে। এ ধারা অব্যহত থাকলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টর। তাদের মতে, বাজারে ধারাবাহিক উত্থান হলে বিনিয়োগকারীদেরও লেনদেনে অংশগ্রহণ বেড়ে যাবে। তাই এই উত্থানের ধারা অব্যহত রাখা জরুরি।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯৫৬ দশমিক ২৫ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ১৭ দশমিক ৮৯ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ২০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে।

সূচকের উত্থানের দিনে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকার। অর্থাৎ ৭২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার টাকার বেড়েছে লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২০টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০৫ দশমিক ৩৯ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৯ দশমিক ৮৮ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে