ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আরও এক হামলায় ভারত, আটকায় পাকিস্তানের ৪০-৫০ যুদ্ধবিমান

২০২৫ মে ০৪ ১৬:৪৫:৪৮
আরও এক হামলায় ভারত, আটকায় পাকিস্তানের ৪০-৫০ যুদ্ধবিমান

ডুয়া ডেস্ক: পেহেলগামের সাম্প্রতিক ঘটনার পর সীমান্তে যখন উত্তেজনা চরমে তখন ভারত ফের আগ্রাসনের চেষ্টা চালালেও পাকিস্তান বিমান বাহিনী (PAF) তা সফলভাবে প্রতিরোধ করেছে বলে দাবি করা হয়েছে।

সূত্র অনুযায়ী, ২৯ এপ্রিল রাত থেকে ৩০ এপ্রিল রাতের মধ্যে ভারতের অম্বালা বিমানঘাঁটি থেকে চারটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান আকাশে উড়ে আসে। এগুলোতে ছিল ২০০ কিমি রেঞ্জের স্পাইস-২০০০ ক্ষেপণাস্ত্র। যুদ্ধবিমানগুলো পাকিস্তানি সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে গেলেও সরাসরি সীমান্ত লঙ্ঘন করেনি।

পাকিস্তান এই অবস্থানকেও শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচনা করে। কারণ ওই দুরত্ব থেকেও রাফাল যুদ্ধবিমান পাকিস্তানে হামলা চালাতে সক্ষম। জবাবে পাকিস্তান J-10C যুদ্ধবিমান পাঠায়, যা ২৩০ কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত। একই সময়ে পাকিস্তান তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সক্রিয় করে রাফাল বিমানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে দেয়। এতে ভারতীয় বিমানগুলো নিজেদের মধ্যে ও ঘাঁটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত শ্রীনগরে জরুরি অবতরণে বাধ্য হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আগেই আশঙ্কা করেছিলেন যে ভারত ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলার চেষ্টা করতে পারে। সেই পূর্বাভাস মাথায় রেখেই পাকিস্তান আগেভাগেই প্রতিরক্ষা প্রস্তুতি সম্পন্ন করে।

পরবর্তীতে ভারত আরও একটি হামলার পরিকল্পনা করলেও পাকিস্তান তখন আকাশে ৪০-৫০টি যুদ্ধবিমান (F-16, JF-17, J-10C) পাঠিয়ে সক্রিয় অবস্থান নেয়, যার ফলে ভারত পিছু হটতে বাধ্য হয়।

এই ঘটনার মাধ্যমে আবারও উঠে আসে, ইলেকট্রনিক, সাইবার এবং স্পেস ওয়ারফেয়ারে পাকিস্তান আপাতদৃষ্টিতে একটি কৌশলগত সুবিধায় রয়েছে। রাফালের উপর ভরসা করে ভারতের কৌশল ২০১৯ সালের মতো এবারও প্রত্যাশিত সফলতা পায়নি।

তথ্য:জিও নিউজ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে