ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দক্ষিণাঞ্চল শাটডাউনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

২০২৫ মে ০৪ ১৮:৩১:৪৯
দক্ষিণাঞ্চল শাটডাউনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

ডুয়া ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২ দফা দাবি বাস্তবায়ন না হওয়া ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে।

রোববার (০৪ মে) সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উপাচার্য শুচিতা শরমিনের অপসারণে এই দাবি ঘোষণা করেন।

এসময় অবিলম্বে উপাচার্যকে অপসারণ না করা হলে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণাঞ্চল শাটডাউন করে দেওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। এক দফার আন্দোলনে ববি সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে উপাচার্যের কাছে ২২ দফা দাবি দিয়েছিলাম। কিন্তু ৬ মাস কেটে গেলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। অথচ যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে আওয়ামী কায়দায় একের পর এক মামলা দিচ্ছে ববি প্রশাসন। এসব কারণে উপাচার্য তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।

সুজয় বলেন, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করে চলেছেন।

এর আগে উপাচার্যের বাসভবনের প্রবেশ গেট ভাঙচুরের অভিযোগে ১৬ ফেব্রুয়ারি ৩২ ববি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে মামলাটি করেছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে