ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করল ভারত

২০২৫ মে ০৪ ২২:৫০:৩০
পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করল ভারত

ডুয়া ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর উত্তেজনা চরমে। এরই মধ্যে ভারত চেনাব নদীর ওপর বাগলিহার বাঁধ দিয়ে এবং ঝিলাম নদীর ওপর কিশনগঙ্গা বাঁধ থেকে পাকিস্তানের দিকে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে।

রোববার (৪ মে) ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প এবং উত্তর কাশ্মীরে কিশনগঙ্গা বাঁধের মাধ্যমে ভারত এখন পাকিস্তানে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই দিল্লি কয়েক দশক আগের পুরোনো পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত 'সিন্ধু পানি চুক্তি' অনুসারে ভারত ও পাকিস্তান সিন্ধু নদী ও তার উপনদীগুলোর পানি ভাগাভাগি করে আসছিল। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার একদিন পর, ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত ঘোষণা করে।

পরদিন ২৪ এপ্রিল পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়ে হুঁশিয়ারি দেয়, তারা চাইলে ১৯৭২ সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে।

ভারতের দাবি, পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় সীমান্তপারের (পাকিস্তানের) সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

অন্যদিকে, পাকিস্তান এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সন্ত্রাসী হামলার ঘটনাটি নিয়ে একটি আন্তর্জাতিক ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে