ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

০৫ মে দর বৃদ্ধির নেতৃত্বে বারাকা পতেঙ্গা পাওয়ার

২০২৫ মে ০৫ ১৬:২৮:১০
০৫ মে দর বৃদ্ধির নেতৃত্বে বারাকা পতেঙ্গা পাওয়ার

ডুয়া ডেস্ক : আজ সোমবার (০৫ মে) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মোট ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি দর বৃদ্ধি হয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বেড়েছে, যা শতাংশ হিসেবে ৯ দশমিক ৮২ শতাংশ। এ কারণে কোম্পানিটি আজকের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার। এদিন এর শেয়ারের দর ১ টাকা বেড়েছে, যা ৯ দশমিক ৮০ শতাংশ হারে বৃদ্ধি।

তৃতীয় স্থানে রয়েছে এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বেড়েছে, দর বৃদ্ধির হার ৯ দশমিক ৬৭ শতাংশ।

এছাড়াও আজকের দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৯ দশমিক ৬৪ শতাংশ, হাক্কানি পাল্পের ৯ দশমিক ৪ শতাংশ, আইসিবি সোনালী ওয়ানের ৮ দশমিক ৪৭ শতাংশ, এসইএমএল লেকচার ফান্ডের ৭.৯৩ শতাংশ, সমতা লেদারের ৭ দশমিক ৪৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ডের ৬ দশমিক ৬৬ শতাংশ এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৬ দশমিক ০৭ শতাংশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে