ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ধারাবাহিক উত্থানে প্রত্যাশা বাড়ছে বিনিয়োগকারীদের

২০২৫ মে ০৫ ১৬:২৯:০৮
ধারাবাহিক উত্থানে প্রত্যাশা বাড়ছে বিনিয়োগকারীদের

ডুয়া নিউজ : গত কর্মদিবসের মত আজও সোমবার (০৫ মে) উত্থানের ধারা অব্যহত রয়েছে দেশের শেয়ারবাজারে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়ছে। যদি এ ধারা অব্যহত থাকে তবে লোকসান কাটিয়ে মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে। আজ সিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯৬৪ দশমিক ৬৭ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে ও ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে।

সূচকের উত্থানের দিনে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে ৫৮৪ কোটি ২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকার। অর্থাৎ ১৮৪ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার টাকার বেড়েছে লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ২৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯চাটির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৪ দশমিক ৩৮ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ০ দশমিক ০৭ পয়েন্ট পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে